এতসব ব্যস্ততা শেষ হবে কোনদিন
সব এলোমেলো করে দিয়ে আসবে কবে সুদিন
আসবে কবে কাক ডাকা ভোর
শিশির সিক্ত দূর্বাদলে রোদ্দুর?
হাড়কাঁপা শীতের রাতে তোমার ছোঁয়া
কবে হবে তুমি নিশি রাতের অপার ছায়া
যে জগতে আজ ফুলেরা ফুটে দিকবিদিক
তোমার উত্তাল হাওয়ায় রঙ্গীন চারিদিক
যে যেখানে আছে যেমন
যেখানেতে বাস করে আমার অতি প্রিয়জন
যে আমার হৃদয়ের আলোতে মিশে যায় প্রতিক্ষন
সে আমার অন্তরের মানিক অমূল্য রতন।
চাই যারে অন্তদিন মনের গহীন
সে আমার হৃদয়ে গড়েছে কুটির নিদ্রাহীন
সব আবেগ আর স্বপ্নের মিছিলে তুমি
দুঃখের দুয়ারে সারথী তোমার এই আমি।
স্বপ্নের মাঝে একেঁ যায় বাশ বাগানের চাঁদ
চাই হে প্রিয়া আমার চাই তোমায় দিনরাত।