একান্ত মনে মনে নিশিদিন ভাবি যারে
সে কি আমায় ভুলে থাকতে পারে?
জানি হয়তো পারে -হয়তো পারেনা;
মনের শুন্য নীড়ে রয়েছি নিজেকে ঘীরে
শুধু আলপনার রং তুলি
হৃদয়ে হৃদয়ে যে ছিল আপন
যে ছিল মনের একান্ত গোপন
সেই তুমি আমার প্রাণ প্রিয় চুমি।
কোন আশাতে জেগে আছি আমি
নোলাজলে ভেসে আসা কে তুমি?
ওপাড়েতে কে যেন ডাকে আমায়
অশান্ত হাতের ইশারায়
মন যে বলে ঐ দূরে চলে যা
ভেসে আসা সমুদ্রের সফেদ ফেনা
তবুও বেচেঁ থাক তোমার ভালবাসা।
পরতে পরতে মিশে আছ তুমি
রক্ত কনায় উঠল বেদনার ঢেউ
জানি তুমিই আমার একমাত্র প্রিয়া
আসবেনা এজীবনে আর কেই।