এতো বৃষ্টি মাখা রাত দুপুর
অভিরাম ঝড়ছে কি সৃষ্টি
নির্ঘুম এই আমি বেচেঁ থাকার সব ইচ্ছা হয়েছে পূরণ
এই বৃষ্টির মাঝে হারাতে চাই
ঘুটঘুটে অন্ধকারে;
এমনই এক গভীর রাতে তোমার কাছে ছুটে যাওয়া মন
বেখেয়ালী হয়ে পড়ে থাকে
কদম গাছের তলে।
আমার অনন্ত মন বৃষ্টি থামার অপেক্ষায়
অথচ ঘন্টার পর ঘন্টা অভিরাম বৃষ্টি বজ্রপাত
আমার নিশ্চিত সুখের ঘরে যেতে বাধাঁ
আমার ভালবাসা এই বৃষ্টি কনার মত যদি চলতে থাকে এভাবে
তাহলে অনাগত জিবনে নামবে আধাঁর
তোমাকে পাওয়ার যে স্বপ্ন আমি দেখেছিলাম
আজ তা ম্রিয়মান,
তাল তলার কঠিন জংগলে যদি উঠে কাশফুল জেগে
আর তোমার কাছে যদি শান্তির আবহ পেতাম খুঁজে
তাহলে আর কারও পানে এভাবে ছুটতাম না আমি
তোমাতে হতাম মুগ্ধ; করতাম তোমাতে নিত্য ভালবাসার চাষ।