আমরা কতকিছুইনা করি দিনান্তে
কোনটা ভাল আবার কোনটা আবার মন্দ,
ঘুমের ঘোরে স্বপ্নে ভাবি
যা করে যাচ্ছি সবই কি ভুল?
কতগুলো মিথ্যের ঝুড়ি দিয়ে সাজিয়ে আপন আলয়
যেখানে যায় কি টিকা?
কত রুপ রস আনন্দ ধ্বনি
হৃদয়ে তোলে তোলপাড়,
অথচ আমরা কি যেন অভিনয় অভিনয় খেলায় মেতে উঠি প্রতিনিয়ত।
স্বার্থের কারনে করি নির্যাতন ,খুন ইত্যাদি কত জঘন্য কত কি
সবচেয়ে বড় অভিনেতা ও স্বার্থপর আমি;
তোমার সাথে ঘটে যাওয়া শত ঘটনা
আমাকে পীড়া দেয় ।
আমি সবকিছু হারিয়ে এখন দিক ভ্রান্ত
এখনও মাঝ রাতে তোমায় খুঁজি অনন্ত আকাশে।
জানি এ জীবনে কোনদিন তুমি হবেনা
আমার বাগানের ভোরের শিশির ভেজা লাল গোলাপ।
তাই হয়তো ব্যার্থতা বুকে নিয়ে
তোমাকে না পাওয়া যন্ত্রনা নিয়ে
চলতে হবে আমাকে অনন্তদিন,
তবুও শেষ বেলায় অপেক্ষায় থাকব তোমার
ঝড়ে যাওয়া ফুলেরা যদি জেগে ইঠে আবার।