লোভে মত্ত তুমি করোনা কোন বাজবিচার
যা আছে হেথা যেথা সবই চাইতোমার
ন্যায় অন্যায়ের ধার ধারনা
অন্যায় অবিচারের কেয়ার করোনা
তুমি লোভী অতি সহজে হতে চাও ধনী
তোমার বেশি বেশি করে চাই টাকা আর মানি।
কোথায় আছে টাকার মেশিন
কোথায় আছে স্বর্ন রোপ্য আর হীরা মানিক্য
চাও সবই হাতের মোঠোয়
সবই চাও তোমার
তুমি অতি লোভো মত্ত
তুমি ন্যায় অন্যায়ের ধার ধারনা
তুমি পাষন্ড অগ্নিবীনা।
তবে এতো লোভী ভাল নয়
হবে একদিন অবশ্যই পরাজয়
সবকিছু যাবে উড়ে
অসীম কুয়াশা ঘোরে
শুধু পরে রবে তুমি বিশাল শুন্যতায়।
তাই বলি অতি লোভী হয়োনা
করোনা মিথ্যে প্রচার
বাদ দিয়ে সব অনাচার
করে যাও চাষ সততার।