আশায় থাকা প্রতিক্ষনে নিমগ্ন মনে
প্রাণের স্পন্দনে তুমি রবে মোর সনে
ব্যাথা আর বেদনারা চলে যাবে বহুদূর
সব আধাঁর কেটে উঠবেই ভোরের রোদ্দূর।
স্বপ্ন গাঁয়ের সেই মেয়েটি তুমি আজ কোথায়
করুন সুরে কে যেন রহৃদয়ে বাঁশি বাজায়
তোমার স্বপ্ন দুয়ারে ছিল আমার আশার বসতি
সবকিছু কেড়ে নিল করুন নিয়তি।
চারিদিকে সবুজ আর সবুজে ঘেরামাঠ
যেখানে প্রথম হয়েছিল প্রেমের পাঠ
দুরন্ত মনে আজ বিষন্নতার ছায়া
দিয়ে গেল হৃদয় মনে নিরন্তর মায়া।
প্রানের বাঁশি বাজে অন্তর মন বেদনাবিধুর
উলট পালট হয়ে যাই আমি একি করুন সুর
ছলনার জীবনে তুমি ছাড়া আমার আর কেহ নেই
ভালবাসি আমি ভালবাসি তোমাকে এই।
নিষ্ঠুর নিয়তির সবকিছু ঝেড়ে ফেলে
তুমি আসবে ফিরে কোন এক হেমন্তের বিকেলে
তখন চারিদিকে উঠবে আলোর বন্যা
তুমি হবে মোর এক অনন্যা।
২৮/০৭/২০১৫