স্বপ্নের বাঁকে চলে স্বপ্নের গাড়ী স্বপ্নের ঠিকানায়
সুখ পাখি তুই কোথায় আছিস কোন অজানায়?
যেখানে পাখিরা উড়ে নীলাকাশ পানে
যেখানে প্রজাপ্রতি উড়ে ভ্রোমরা থাকে গানে গানে
যেখানে সমুদ্র নীল উন্মুক্ত আকাশ
সুখ পাখি তুই গড়েছিস কি সেখানে আবাস?
মনের মধ্যে ঘুরে বেড়ায় স্বপ্নের পরীরা
যারা স্বপ্ন দেখায় পথ চলায় স্বপ্নের মায়াবীরা।
আমি তো দেখি ভোরের কুয়াশায় চলে মুসাফিরেরা
কি যেন এক স্বপ্ন বুকে চলে ধীর পায়ে সত্যের বীরেরা;
অামিও চাই সব অসত্য আর অন্যায় দূরে যাক দূরে যাক
বলিষ্ঠ হউক তাদের কন্ঠ সত্যের সোনালী বাকঁ
স্বপ্ন দেখি একদিন হবে সোনার বাংলাদেশ
সব অসত্য আর অন্যায় চলে যাবে দূরদেশ।