বেদনার বাশিঁ বাজে দূর লগনে
প্রকৃতি যেন রয়েছে স্মৃতিময় সাজে
আজকে যে পাতা গাছটি হলো অংকুরিত
কিছু দিন সে পেল বেচেঁ থাকার আশ্বাস,
তার পর একদিন
ঝরে পরবে পৃথিবীর আলয় হতে ।
আজকে যে শিশু আনন্দে নেচে বেড়ায়
একদিন সে আনন্দ মুছে হবে শুধু ই স্মৃতি
তাই চলো হই আমরা নতুন পথের আগুয়ান,
ধরি সত্য পথ
যে পথে নাই কোন বিপদ
আছে মেহেরবানী
আমরা যেন সে পথে চলি,
দাও প্রভু আমাদের শক্তি
আমরা কেবল করি তোমারই ভক্তি
এমন শান্তি আর কোথাও যে নাই
হে মেহেরবান তোমার কাছে ক্ষমা চাই ।
বৃষ্টি আর পাহাড়ি নদী যেমন সবকিছু করে দেয় সাফ
সততা, সারল্য আর নৈতিকতা দিয়ে
হৃদয়টা কর পরিপূর্ণ নিষ্পাপ।