আমার অন্তরে স্পষ্ট স্বরে যে সর্বদা কথা কয়
আমার প্রিয়া তুমি চিরদিন যেন আমারই রয়,
ভালবাসার সর্বস্ব দিয়ে যাকে করেছিলাম আপন
সে আমায় ছেড়ে চলে গেল জানিনা কখন।
তোমার অনন্ত হাসি আজও ভালবাসি
তোমাকে হারিয়ে আমি হলাম বিনাসী,
সমুন্নত ভালবাসা স্বেচ্ছায় দিয়েছি দূরে ঠেলে
চিরচেতা ভালবাসা চলে গেল অবহেলে
তোমার মায়া সুখে আমি ছিলাম দিশেহারা
আমারই জন্য আমি সর্বহারা।
মায়াবী পৃথীবিতে কেবল নিরাশার আলো
আমার জীবনাকাশে অন্ধকার আর মেঘ কালো,
তোমার আমার ভালবাসা সত্যি হতে দিলনা যারা
তারাই দেখ আজ অনন্ত দুঃখে ভারা;
মন পবনে জীবনের জয়োৎসবে আমি ছিলাম তোমার
তোমাকে হারিয়ে ফেলার সব দোষ আমার,
এ কাহিনী আজও মানুষের মনে মনে ভাসে
এই চির অভাগা বিরাগী শুধু তোমাকেই ভালবাসে
অচেনা জগতে আজ দিশেহারা হয়ে খুঁজি তোমায়
এখনও আমি তোমাকেই ভালবাসি নিরন্তর আশায়,
ভালবাসার শঙ্খ নদী হয়ে চিরদিন তুমি বহমান
আমি তোমারই পথের নিশানায় আগুয়ান।