আমার ভালবাসা দিয়ে যদি তোমার...
কষ্ট গুলো দূর করতে পারতাম ?
কত ভালবাসলে তোমার ক্ষত গুলো সেরে উঠবে ?
আর কত আদর দিলে তোমার দুঃখে ঢেকে দিতে পারব ?
তোমার ঘা গুলু যদি চুমোয় চুমোয় সেরে তুলতে পারতাম ?
তোমার স্বপ্ন গুলো যদি রঙ্গিন করে দিতে পারতাম ?
আমি পারি নাই পারি নাই বন্ধু মনে হয়।
পারতাম যদি তুমি এমন করে বাঁচার...
আকুতি ব্যাকুল সুরে বিলাপ করে উঠতে না।
আমার না পারার অক্ষমতা ক্ষমা কর, কর ক্ষমা।
দৃস্টিঃ - এখানে পথের অবহেলিত শিশুদের উদ্দেশ্য করে বলা হয়েছে।
এটাই আমার পথের শিশুদের নিয়ে শেষ কবিতা।
পরের কবিতা দেশ কে নিয়ে...