কেন জানি বার বার তোমার কথা মনে পড়ছে,
আর শুধু থেকে থেকে দু-চোখে অশ্ৰু ঝরছে।
ভরা চারপাশ রয় বারোমাস অভাবের রেশ মাত্র
যত কলরব তবু ফাঁকা সব বুকের ভেতর কিযে করছে।
পাথর পাহাড় বনে কাঁটা ঝাড় দেখে দেখে হয় ক্লান্ত
আমিও যেমন নিথর নিরব নীলাকাশ মরুপ্রান্ত।