অর্কিত নীলাকাশ
ঝকঝকে কাঁচ,
নেই জমে কোথা কোন
মেঘ কারুকাজ ।

নেই কোন ঝাঁকবাঁধা
বালিহাঁস দল,
গুটা কয় চড়ুইয়ের
চিচি-ই কেবল ।

নেই প্রজাপতিময়
ভ্রুমর কুজন,
সজনে শাঁখায় ডাকা  
শালিক সুজন ।

রুক্ষ পাষাণে জল
নেই এক চুল,
মরু বালুকায় হায়
তবু ফুটে ফুল ।