একদা গভীর রাতে,
পায়চারি দীপ হাতে,
বলেছিল চুরি গেছে সব।

সারা গাঁ-য় পড়ে সাড়া,
সবাই পাগলপারা,
তখনই সে হয়েছে নিরব।

সোনার প্রতিমা গড়ি,
পূজো রচিত পুজারী,
ধ্যান-জ্ঞান দিয়ে বিসর্জন।

প্রতিমা খোয়া গেছে,
সাথে তার প্রাণও গেছে,
নিজেরে করিল সমর্পণ।

(চলমান)