হৃদয়ের জ্বালা,
হয়নিকো বলা,
সে আমার মুসলিম ভাই।
তাওহীদ ছেড়ে,
চলে যায় ওরে,
বাঁচাবার পথ খুলা নাই।
যত ভালবেসে,
বসি তার পাশে,
ভাবে আমি তার পর।
কোরান হাদিসে,
সে যে হরদিশে,
আহ্মক বরাবর।
তবু মনে আসা,
বুকে বাঁধে বাসা,
হয়তোবা ফিরে আসে পথে।
যত মার খাই,
তাতে দোষ নাই,
এক সাথে যাই জান্নাতে।