যে দিন আমি রবো নাকো এই ধরণীর পরে,
      আমায় মনে পড়বে তোমার একটু একটু করে।

এখন তুমি ব্যস্ত অনেক দুহাত কাজে ভরা,
      সেদিন দেখো কাজটা হবে আমায় মনে করা।

সোকল বিকাল রাত দুপুরে ডেকে হালাম ক্লান্ত,
      সব জ্বালাতন হবে নিধন যখন হবো শান্ত।