বর্ষা নামো তুমি, গুটি গুটি পায়,
মুষলধারে, গর্জন বন ছায়।
ফাগুন হয়েছে পর, এইতো সে দিন-
নীহারিত শিউলি কোমল মৃদু বায়।
চাঁদের পানে চেয়ে রও পিয়াসায়,
মুছ আবার তারে, মিছে মায়ায়।
এ পাওয়ার পরিসর ক্ষনিক - কেন,
পথ চেয়ে বসে রও কিসের আশায়।
তোমার আলিংগন মেঘের ভেলায়,
সখি সাজে, ফির সাথী লাজে।
যাবার সময় বিরহ রেখে যাও-
আঁখি জলে, রিমিঝিমি লিপিকায়।
কোন বেদনায় তুমি হউ গো উদাস,
মলিন মেঘে ঢেকে, স্নিগ্ধ আকাশ।
প্রেম-জোয়ারে তুমি ভাসাও যেন-
সাগরে চুমে নদী দূর মোহনায়।