শিউলি ফুল শিউলি ফুল-
আর কত কাল দোলবে দোল,
আমার বাড়ির আঙ্গিনায়,
ধরছো ফুল ঝরছো ফুল,
শিউলি ফুল।
শিশির তোমার সাড়া গায়-
হীরের ঝিলিক দিয়ে যায়,
কুসুম সুবাস হয়না তোল,
শ্বেত বাসন্তী কোমল ফুল,
শিউলি ফুল।
মৌমাছিরা তোমায় ছায়,
গুন গুনিয়ে গান শুনায়,
ঝির ঝিরিয়ে মিষ্টি বায়,
উড়ায় তোমার পত্র কূল,
শিউলি ফুল।