থাকো প্রিয়ে তুমি, দূর আকাশের সোনালী তারা হয়ে,
পৃথিবী যেন দেখে না তোমার রাঙা দু’চরণ ছোঁয়ে।
নীল পরী হয়ে নীল নদ বেয়ে ভেসে যাও সুখদেশে
সাতনরী হার রাজার কুমার পরাবে ভালবেসে।
শিউলী-বকুল- হাস্নাহেনা হয়ে দোল ফুল বৃন্তে,
ভালবাসা দাও সুবাস ছড়াও উড়ে বেড়াও নিশ্চিন্তে।