গুরুর নিকট
রইতে শিশু
মনটা ফিরে যেতে চায়।

বাঁধা পড়ে গেছে
জীবন
ফিরে আসার নেই উপায়।

আজও বড়
ইচ্ছে করে
খেতে স্যারের পিটুনি।

স্নেহের চোখে
বলেনা কেউ
“আমিনুল আজ আসেনি ?”  

স্মৃতি গুলো
হঠাৎ করেই
মনে এসে হুঁচট খায়।

কত ভালবাসা পেলে
চোখের পানি
উছলায় ?

ভালবাসি আজও গুরু
শুরু থেকে শেষ জীবন,
শিষ্য কভু যায় না ভুলে
গুরু পরম আপনজন।