বহু কাল পরে এলে প্রিয় যদি
ফিরে যেতে কেন ত্বরা,
চোখের সাগরে বেদনা পলির
পরত ভাঙ্গিছে খরা।
বহু যুগ ধরে জমে থাকা কথা
হৃদয়ে একেক করে,
রেখেছি গোপনে পাষাণে চেপে
তোমার পথের পড়ে।
কত দিন এমন সুললিত সুরে
ডাকনি প্রিতম বলে,
সেই তৃষা ওগো আরও বেড়ে যায়
তোমার আঁখির জলে।
সময়ের তরী অকূল পাড়ি,
নেমেছে বাদল ধারা,
আজকে নাহয় ধুয়ে যেতে দাও
সুনীল নয়ন তারা।
যে কথা কইতে ব্যাকুল হৃদয়
পেয়েছে অবকাশ,
বাঁধ ভাঙ্গা ঢেউ উঠুক কথায়
প্রণয়ের ইতিহাস।
ভুলনাই তুমি তেমনি আমিও
প্রণয়ের শেষ প্রহর,
মধু মাখা ব্যথা স্মৃতি হয়ে থাকা
বেদনার বালুচর।