খোলে রেখো বাতায়ন
রুদ্ধ করোনা দ্বার,
আমার যাবার বেলায়
চেয়ে দেখো শেষ বার।
একাকী চলেছি আমি
সিন্ধুর ওই পার,
হয়তো হবে গো দেখা
মরনের পরে আর।
বহু দূর ঘুর পথ
তমসা নামিছে ধীরে,
ভিড়িবে আমার তরী
বার বার পিছে ফিরে।
সাগরের থেকে নেবো
দু’ফোঁটা জলের ধার,
বাকী সবটুকু প্রিয়া
রেখে দেবো উপহার।
বেদন তুলিতে এঁকে
স্মৃতির কাজলে মেখে,
যে পথ গেঁথেছে কাঁটায়
আজ সবই যাক ঢেকে।
যে পথ ডুবেছে ওগো
কেন সে-ই ডেকে যায়,
লোনা জল তুলে ঢেউ
পাহাড়ের পাদুকায়।