বন্ধু তোমার ব্যথারমালা    
আমাকে ঋণ দিয়ে,
সঞ্চিত মোর সুখ যেটুকুন  
সবখানি যাও নিয়ে।

ভারী হয়ে আসছে ঢেকে  
কষ্ট-আঁধার ভরা,
এ পৃথিবীর ব্যথা-রাজ্যে  
দারুন সুখের খরা।

সুখের লাগি কাতর সবাই  
শান্তি পেতে চায়,
কোন অপরাধ নেইকো জানা  
আঘাত সয়েই যায়।

ফুল দিয়ে হায় ভালবাসা
যায় কি পাওয়া আর!
রাণী-রাজ্যে রাজার দখল  
একক অধিকার।

মনের ব্যাথা কে সারাবে
নেই সে উঝা আজ,
আসল বন্ধু বিরল নিছক
ব্যাপক ধোঁকাবাজ।