পশু হৃদয়ের মানবজাতী
লালে লাল আরাকান,
উত্তাল ঝড়ে নিভু নিভু প্রায়
ইসলামী ফরমান।

তাগুতের হাতে অস্ত্র তোলেছে
মুসলিম ধিক্কার,
মায়ের লুটছে ইজ্জত আর
কাটা শির জনতার।

বুলেট ঘা-এ বিক্ষত বুক
যে জাতি দুনিয়ার,  
হাহাকার’ - তাঁর কাঁপছে আরশ  
আল্লার দরবার।

বৌদ্ধ হায়ানা গোস্ত কামড়ে  
ছিঁড়ে খায় বারবার,
ধৈর্য ধারণ করেছে বরণ
মুসলিমা-য়েনমার।

কোথায় লুকিয়ে ভণ্ড নেতারা -
বিশ্ব নাফরমান ?
মানবতা শুধু কপট বুলির
অগ্নির শিখাবাণ !

বধির, মুক আর অন্ধ নেতা
UN, America,
British – খবিস, ইতর, Statue,
কাফেরের শুঁয়োপোকা।

জাহান্নামের অসুর তোদের
রক্তের কারবার,
মৃত্যুর মাঝে বিজয়ের স্বাদ  
মাজলুম আত্মার।