উৎসর্গঃ "কবির কলম" লিখায় - কবিবর ড. সুজিতকুমার বিশ্বাস মহোদয় এবং "একের ডজন" ও "দুয়ের ছক্কা" এ দুটি - উদাহরণে প্রয়াস পাওয়ায় কবিবর সুমিত্র দত্ত রায় মহোদয় কে উষ্ণ সম্বর্ধনানন্তে...
⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂⌂
মানিকে রতন চিনে কবি কবিতায়,
ষড় রস ভজে শিষ্য খোঁজে রসনায়।
নিমেষ চটকদার হঠাৎ উধাও,
ব্যাঘ্র ক্ষুধা, ভর গ্রাস - হাও মাও খাও।
কাক যত কবি তত বাংলা ভাষায়,
কারো কারো ছন্দে ক্ষোভে, কঠিন হাসায়।
রসময় চেতনায় কবি গুটি-চার,
কখনও ডজন, কভু, ছক্কার মার।
কবির কবিতা চষে দীক্ষা গুরুজন,
অল্প বাক্য পাঠ্য পাঠে আস্বাদ গ্রহণ।
বিস্বাদ রচনা আর হীন শব্দ ব্যয়,
পাঠক হৃদয় বঞ্চ, ধাত পায় ক্ষয়।
পুড় খাও লিখে যাও, অমৃত সমান,
গুরু, মধু, নজরুল তারই প্রমান।
□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□□
উৎসঃ "কবির কলম" কাব্য পাঠে সনেটটির উদ্ভব।