খাবার খাওয়া
আর হলোনা
চলল ফিরে ঘরে,
শিয়াল মামা
দিচ্ছে হামা
দেখে পুকুর পারে।
পুশা-পুশি
রেগে বলে
হেথায় কিশের কাজ ?
চোখ রাঙ্গিয়ে
বলল শিয়াল
সবই আমার আজ।
খাবার গেল
সাবাড় হয়ে
গেল পানি-মাছ,
বিপদ থেকে
মুক্তি পাওয়া
একি তাদের কাজ ?
কার কাছে যায়
পুশা এবার
ভাবছে একা বসে,
পুশি এসে
বকেঝকে
খামছে দিল কষে।