সবচেয়ে যে
শক্তি রাখে
ডাকবো বুনো হাতি,

খাবার-পানি-মাছ
দেবো তায়
জ্বালতে বনে বাতি।

শুনেই হাতি
লাফিয়ে উঠে
বনকে উজাড় করে,

পুশা-পুশি
ঘর হারা হয়
ভ্রান্ত রোষে পরে।

খাবার গেল
বানর পেটে
শিয়াল - মাছ ও পানি,

ভিটেমাটি
হাতায় হাতি
পুশা টানে ঘানী।

বানর, শেয়াল, হাতি
সবাই  
নাক উঁচিয়ে চলে,

পুশা-পুশি
পিষ্ট হলো  
তাদের জাঁতাকলে।

(সমাপ্ত)