আমার হিয়ায় মর্ম মূলে
যে নাম এঁকেছ প্রিয়া,
প্রতি নিঃশ্বাসে পাতায় শাখায়,
ছুঁয়ে যাও মরমিয়া।

হৃদয়ের বহু গভীরে প্রেথিত
তোমার প্রেমের বৃক্ষ,
তার ছায়াতলে আজও লিখে যাই
করুণ গীতিআলেখ্য।

ছন্দবিহীন ক্লান্ত পথিক
আজও পথ চেয়ে থাকে,
তার মনঃপটে প্রিয়ার ছবি
বেদনার রঙ্গে আঁকে।