নয় আর কোন কাজ,
হয়েছি বাহির আজ,
বেদুইন হবো মরু দেশ।
ডানায় চাপিয়ে ভর,
সব কিছু করে পর,
বধুয়ায় পাছে ফেলে রেশ।
তৃণে শিশির দোল,
সর্ষে ইলিশ ঝুল,
ধীরে ধীরে ভুলে যাব স্বাদ।
পাথুরে বালুকা ঘ্রাণ,
মেষ-উষ্ট্রী ম্রিয়মান,
কি জানে কি ঘটবে প্রমাদ।
তবু চলেছি ধেয়ে,
মিষ্ট খোর্মা জিভে লয়ে,
বধুয়ে ভুলতে হবে আগ।
এখান-ও গোলাপ ফুটে,
নীলাকাশ তারা জুটে,
পিয়া -
বৃথা বৃদ্ধি ক্লেশে অনুরাগ!
----------------------------------------------------------------------
(প্রবাস শুরুঃ ২১শে মে, ২০১৭ রবিবার - জর্ডান - একই পেশায়)