বিশাল দেশের
বুনো হাতি
বাংলাদেশে পা ... !
নাচে তা-থৈ
আমজনতা,
হাসছে মাছের মা।
দুঃখ পেল
অনেক লোকে-
মরায় দুষ্ট হাতি,
আলোচনার
বৈল তুফান,
উঠল ভুবন মাতি।
তুচ্ছ বলে
মানুষ মেরে
ঝুলায় তারের বেড়া,
দুর্গতদের
নেয়না খবর
বাঁচা সমান মরা।
আমার দেশের
মায়ার মানুষ,
জুড়ি মিলাই ভার,
ঝোপ বুঝে তাই
কোপ হানে ভাই-
বর্গী-রাজাকার।