তোমাকে আমি যা কিছু দিলাম
পেয়েছি তার-চে অনেক বেশী,
ব্যথা পেলে মন কাঁদেনিকো আর
নিরবে হেসেছি বেদনা-হাসি।
লোকালয় যারে করেছে আড়াল
বিশাল পৃথিবী রাখনি খবর,
কোটি মানুষের চোখের পরেই
দিয়েছ আমার বুকেই কবর।
কি প্রয়োজন প্রাসাদ গড়ে
সাজিয়ে তোমায় রানীর সাজে,
বিন্দু বিন্দু বেদনা বিলাও
লাজুক লতার লতানো লাজে।
জীবনের স্বাদ শুধুই প্রমাদ,
অপবাদ নিয়ে বিদায় হবো !
যত অপরাধ ক্ষম পৃথিবী,
কখনো কি আর জন্ম নেবো ?