বহুদিন পরে,
জীর্ণ কুটিরে,
শেলফে রাখা পুরনো ডাইরিতে
অজান্তে নিরীক্ষণ।
‘দ্যা ডায়েরি অফ অ্যানা ফ্র্যাংক’ নয়,
সে আমার সোনালী অতীতে-
বেদনা রোমন্থন।
শেফার্ড কলমে ইয়ুথের ক্যালিগ্রাফিতে
কাঁপা হাতে যে
নামটি লিখাছিল।
বহুদিন পর প্রাচীন স্মৃতির
একফুঁটা নীর,
ভিন্টেজ করে দিল।
বিধিলিপি একে একে,
জীবনের প্রতি বাঁকে-
দিয়েছিল দর্শন।
তোমার নদীর মোহনায় এ ধারা
হয়নি সঞ্চালন...