নুতন যুগের সুচনা লগ্ন আধুনিকতা পরিপূর্ণ,
কেঁদে কেঁদে মরে মানবতা তাঁর সেকেলে দর্প চূর্ণ।
শিশুরা কোমল মাতৃক্রোড়ে চুষেছে স্তন্য বৃন্ত,
মেলামাইন খেয়ে বদলেছে স্বাদ, দেহমন, অস্থি, দন্ত।
গর্ভ এখন ভাড়ার আদলে বদলে গেছে দিন,
মাতা-সন্তান পেলো সমাধান ফুরাল মায়ের ঋণ।
পিতৃত্ব আজ স্প্যাম ব্যাংকে বিক্রিত উপহাস,
যন্ত্রদানব মানব খোলসে করছে দানব চাষ।
একেলে শিশুর অন্ত্রে মিশেছে যন্ত্রের হেরাফেরি,
হাইব্রিড প্রেমে ভ্যালেন্টাইন আজ দুঃসহ মহামারী।
ভেজাল-খাঁটির নেইকো তফাৎ অসহায় চোখ অন্ধ,
ভেষজ, ভোজ্য ডিম-চাল হালে সন্ধেহ ঝাঁকা স্কন্ধ।
আমরা কেবল চেখে দেখে যাই এযুগের চোরা-গলি,
সভ্যতা নামে অসভ্যতায় ভরাডুবি, গুড়েবালি।