প্রিয়, জয় হোক তব
সুন্দর অন্তর মমতার।
যতছিল মনে ব্যথা ও ক্লেশ,
যতনে করিলে মনোনিবেশ,
শ্রবণেই হলো প্রতিকার।
ব্যথার পরতে বুলিয়ে হাত,
মুছিলে কঠিন কাল আঘাত,
স্নিগ্ধ সুবাস ছড়ালে।
প্রাণের গভীরে স্পর্শীলে তুমি
প্রিয়তম মণিহার।
পুরনো স্মৃতির হারানো লিপিকা-
তুমি ছিলে আগে
এখনো তাই,
তোমায় স্বপনে আজও হারাই,
জীবন প্রদীপ নিভেগেলে তবু
করোনাগো পরিহার।