অর্জন নিয়ে গর্জন করা বর্জন কর ছাই !
যেটুকু পেলে তাঁর কৃপাবিনা অন্য কীর্তি নাই।
বৃথা আক্ষেপ, ভুলে কালক্ষেপ অতীতের জমা স্মৃতি,
যাও ভুলে সব নিভৃত জ্বালা তা-ই সুখকর অতি।
কাল কি যে হবে, তাই ভেবে ভেবে করোনা মলিন মুখ,
যায় দিন সুখে কৃপা চাও তাঁরই বিশ্বাসে ভর বুক।