শুভ্র মেঘের তীব্র শিখা
উপচে পড়া জল,
অভিমান লয়ে চলছে করুণ
বন্ধুর-সমতল।
যে মাটির মিঠে স্নিগ্ধ সুবাস
স্বপ্ন দেখানো বুক,
তার প্রহরায় রেখেছে গোপন
বেদনার সিন্ধুক।
কোনদিন তার পায়নি সাড়া,
বলতেই চলে দূর -
বর্ষণহীন, পাথুরে জমিন
প্রণয়ের অংকুর।
বাস্পিত কায়া মোহময় মায়া,
ভালবাসা পেতে কাঁদো ?
মেঘেরা শুনেছে, তারারা গুনেছে
নিষ্ফল চোখে চাঁদ-ও।