আমরা যখন সুস্থ থাকি,
যাই ভুলেগো তোমায় রব।
রয়না মনে তোমার দেয়া,
নিয়ামতের পাহাড় সব।

অসুস্থতা ধরলে জেঁকে
তোমায় ডাকি রাত্রি দিন,
সবাই কেমন নিমক হারাম
সত্যি বড়ো লজ্জাহীন।

তবু তুমি ভালবাস
ভাবতে নয়ন ভরে জল,
তোমার জিকির ফিকির দিয়ে  
ভরিও আমার হৃদয় তল।