♥♥♥♥♥♥♥♥ ভালবাসা সখী
পেয়েছি তোমার
অনাবিল অনুগ্রহে,
তবে, বিরহ বেদনে খরস্রোত হেন
কেন একেবারে সাগরসম
আমারে গেলেগো দহ্যে ? ব্যাকুল তোমার লাগি,
প্রথম প্রেমের তারই প্রতিদান
প্রেয়সী আমার নেই অবসান
সোহাগী ষোড়শী বালিকা, আঁখিজলে রই জাগি।
কেন যে তোমায় মরমীয়া তুমি
পরাণ সপেছি মর্মে আমার
অর্পণ করে মালিকা ! নিদারুণ হাহাকার,
নিভে গিয়ে তুমি
কেন জ্বলে উঠ
স্মরণে আসিবার।