দাড়াও পথিক একটু খানিক
শুনে যাও দুটি কথা,
জন্ম থেকেই গেঁথেছি কেবল
বেদনা নকশিকাঁথা।
ক্ষুধায় কাঙ্গাল বিত্তহীনার
হয়নিগো শেষকৃত্য,
যত অপমান-অবহেলা-ঘৃণা
আমাদের ইতিবৃত্ত।
চারিধার ঘিরে কঠিন পাথরে
এঁটেছে লৌহ দ্বার,
পাজেরু হাঁকিয়ে চলে ধনীজন
জীবন করেছে পার।
তুমি যে পথিক আমি ভিখিরি,
যেটুকুই দাও আমি তা গ্রহী।
যার বেশী ধন অতীব কৃপণ,
কাতরের পানে চাহি।
মানুষের মাঝে কেন এতো ভাগ?
ভালোবাসাহীন এতোই বিবাদ...
কেও খেতে চায় জুটে নাগো তায়,
ধনীজনে দেখ, ভাগাড়ে বিলায়,
কুকুরের তরে মায়া যতখানি,
আমাদের প্রতি নয় ততখানি,
মানুষ হয়েও হয়ে আছি পশু,
কেবা করে প্রতিবাদ?