বহুদিন পরে অবকাশ প্রিয়া
অনন্ত কাল আজ হাতে,
কথা কয়ে যাও বিরতিহীনা
প্রণয়ে শুরু হতে।

না বলা কথার সাগর পারে
কান পেতে রবো প্রিয়া,  
কোলে মাথা রেখে কান্না হাসিতে  
মিশে রবো মরমিয়া।  
  
পাথর চোখে চেয়ে রবো ওগো
তোমার অধর পানে,
মিষ্টি সুরের রিনিঝিনি কণা  
ছুঁয়ে যাবে পুড়া কানে।

কখনো তোমার কথার শিশির
কপোলের সিঁড়ি বেয়ে,  
শ্রাবণ ধারায় ভিজাবে আমায়  
তন্দ্রা যাবে ধুয়ে।

কথার মাঝে হঠাৎ লাজে  
রাঙ্গাবে তোমার নাক,
নিরুপমা আমি আগের মতোই  
হয়ে রবো হতবাক।

তোমার গায়ের গোলাপি আভায়
ঊষা রাঙা হবে ভোর,
সুনীলকণ্ঠি আঁখিদ্বয় রাতে
মেলে দেবে ফুলডোর।  

এমনি করে নির্বাক শ্রোতা    
হয়ে রবো আমি সদা,
সমাধি পরে শিউলি কলি
ফুটিও কথায় রাঁধা।