১.
শান্ত সাগরে মৃদু দোলে,
নীল আকাশ হতে খানিকটা রংচুরি,
দূষণীয় কিবা তায় ?
সবুজ কালোতে,
মেঘলা আলোতে,
নিজ রুপে চমকায়।
২.
এপার ওপার মুখোমুখী যেন,
পরশের পিয়াসায়,
জলে মিটেনি হায়,
যুগ যুগ চলে যায়।
আকাশ সাগরে,
এপার ওপারে,
অধরাই থেকে যায়,
টিপ টিপ বরষায়,
আলিঙ্গন প্রত্যাশে,
মেকীর আয়নায়।
৩.
শিল্পীর আঁকা,
কবির লেখা,
একই নীল বেদনায়,
হৃদয়ের আঙ্গিনায়।
স্মৃতিগুলো সব,
এমনি নীরবে
ধীরে ধীরে মিলে যায়।
গোধূলিবেলায়
বালুকাবেলায়।