মন অবুঝ আমার
আজও খুঁজে মরে
দূরাকাশ নীহারিকা,
ধুম্রজাল আর -
নিভু ধুমকেতু
ধ্বঃস যাওয়া যবনিকা।
চন্দ্র কিরণ
হায় বিদীরন
তারকা মৃদু হাসি,
দূর থেকে দূর
তবু ছুঁয়ে যাও
অনুভব পাশাপাশি।
নিঃশ্বাস সুবাস
মৃদু সমীরণ
দোল দোল মধুকর!
মন মন্দির
ধর নাই চিড়
পথ পড়ে অনাদর।