মগ-দস্যুদের সন্ত্রাসী হাত
জুলুম মাত্রাছাড়া,
রক্তহোলিতে মেতেছে মাতাল
মুসলিম দিশাহারা।
ধরণীর বুকে সহেনা যে তেজ
মুসলিম মাখে গায়,
পালাবার পথ রুদ্ধ করেছে
শিকলের বেড়ি পা-য়।
স্বর্গ-মর্ত স্তম্ভিত দেখে
নিষ্ঠুর কদাচার,
মানবতা আজ মানবেতর
পৃথিবী নির্বিকার।
অভিসাপ করা বোবা-কান্নায়
অত্যাচারিত নারী,
স্বামী-সন্তান ও অঙ্গ কেড়েছে
পিশাচের তরবারি।
অন্য-বস্ত্র-অস্ত্রহীন এই
আপামর জনতার,
শিশু ও কিশোর কাপুরুষ হাতে
নেই কোন নিস্তার।
আকাশে বাতাসে ধ্বনিছে মাতম
জীবপ্রতি অপমান,
বড় জুতচুর, গরু মেরে-তারা
-জুতো জোড়া করে দান।
হে পৃথিবী দেখ, খাঁটি সোনা পুড়া
বাতাসে ধূপের ধুঁয়া,
ইসলাম মানা শহীদানে করো
অন্তর থেকে দোয়া।