এ পৃথিবীর পান্থশালায়,
পাবে না কেউ চাবে যা।
বৈপরিত্বে আধিক্য ঢের,
কাকের বাসায় কোকিল ছা।
মায়ার বাঁধন ছিন্ন করে,
হলেন যারা পগার পার।
তারাই এখন সফলকাম, আর-
এটাই তাদের অহংকার।
মায়ার বাঁধন কাটতে রেখো
মনের কঠিন যন্ত্রটা,
হুঁচট খাওয়ার আগেই পড়ো
ব্যথা নাশক মন্ত্রটা।
ষড়রিপুর একটি ‘মায়া’
ধ্বংস আনে জীবনে,
সবাই তবু পিছন ছুটে
পায় দেখা তার কয়জনে।
মায়া মেকী ছায়ার বাঁধন
মনে গভীর দাগ কাটে।
শক্ত করে ধরো হালে,
মন কপাটের খিল এঁটে।
শান্তি পাবে দেহমনে
ভেবনা কে সঙ্গি কার,
তুচ্ছ মায়ার বাঁধন ত্যাগেই
সফলতার অঙ্গিকার।