আমার হৃদয় মাঝে
      যে সুর বাজে
            তাতেই থাকে ছেয়ে,
অজান্তে সে
      গানের কলি
            আনমনে যাই গেয়ে।
রাঙ্গে দু-চোখ  
      সোনার রঙে
           চাঁদের আলোয় নেয়ে,
জোছনাতেই
      দোলে যেন
            চাঁদের খেয়া বেয়ে।
হাওয়ায় উড়ে
      উরনা তোমার
            মিষ্টি সুবাস লয়ে,
হৃদয় ভরে
      হেরি তাহা
            সকল ভুলে ক্ষয়ে।
আমি উদাস বাউল
      নোঙ্গর ছাড়ি
             তার দেখা না পেয়ে,
কাজল নয়ন
       সিক্ত যেন
              আমার পানে চেয়ে।