লায়লা,
তুমি যুগে যুগে আসো এ মরুদ্যানে-
কায়েসের সন্ধানে
তোমার মায়াবী ভালোবাসা
আর না পাওয়ার বেদনায়।

আমি কান পেতে শুনি,
তোমার দুরু দুরু বুকে,
অনন্ত আবেগ
আর চিৎকার,
এক চিলতে হাঁসিতে ঝরে যায়।

সাড়া পাওনি বলে,
ফিরে যাও
দারুন অভিমানে
নিশ্চুপ।

প্রতিটি পদচারণ হৃদয়ে
জলোচ্ছ্বাস তোলে,
প্রিয়তম, তুমি কি জাগবে না কখনো,
নয়তো, জেগেও পাবেনা তোমায় ...