দু'হাতে বিলাই প্রেম যদি শোধ হয়,
এ জীবনে দায় শোধ মোটে সোজা নয়।
মাতার দুধের দায়, পিতার চরণ,
কাঁধে চড়া কাকাদের আসে গো স্মরণ।
নানুর হাতের নাড়ু খালার কোলের,
বেঁধে দেয়া দোলনায় বিকেল দোলের।
মামাদের সাথে চড়ে ছোট ডিঙ্গি না-য়,
সাঁতারকাটা নদী আজও বয়ে যায়।
আরশীতে দেখা যেন এইতো সেদিন,
ক্রমেই উঠেছে বেড়ে শোধহীন ঋণ।
প্রেরণা পেয়েছি কাজে লাজে প্রেয়সীর,
পিতা-মাতা, সুত-দারা, ভ্রাতা-ভগিনীর।
দিক্ষা গুরুর দান ভুলে যাওয়া দায়,
ধরা ক্ষম যদি তবু দায় থেকে যায়।