আসতে ফিরে চাইবেনা মন
ছেড়ে সোনার গাঁ,
উঠোন কোনে দাড়িয়ে কেঁদে  
বিদায় দেবেন -  মা।  

বাবা-ফুফু-ভাই-বোনেরা
বায়না ধরে কত -
এসো কিন্তু সময় পেলেই
গতবারের মত।

চাচা-শশুর-মামা-ভাসুর,
বউকে দোয়া দেবে,
ননদ-ভাবী-জা-শাশুড়ি
পথে চেয়ে রবে।  

প্রবাসীদের লাজুক বউয়ের
আঁচল ভিজে যায়,
আবেগ যেন মানে না বাঁধ
হৃদয় ভেঙ্গে যায়।

মায়ার শিকড় খুঁজে মানুষ
খাঁটি মাটির টানে,
ঈদের হিড়িক লাগতে পালে
দেছুট গাঁয়ের পানে।

থাকি বিদেশ আর শহরে
প্রহর গুনি সবে,
টানায় কখন ছুটির নোটিশ
বাড়ি যাব কবে?  

খুশির দিনের স্মৃতিগুলো
চলে ছ’মাস ধরে,
আসছে ঈদে আসব বাড়ি
ঈদতো আসুক ঘুরে।