স্পর্শ গীতাঞ্জলি!
বড় ঈর্ষে হয়,
মনে মনে ভাবি লেখাগুলো মোর
তারই মতো যদি হতো, আর
তোমার মনের একটি কোণে
অজান্তে ঠাই পেতো।
তাই ভাবি আর লিখে চলি-
যদি, মিলে যায় চোরাগলি!
হাজার লোকের ভিড়ে
বেড়ালের শিকা ছিঁড়ে !
হৃদয়ের দেখা মিলে যদি তবে
হতে চাই মন-মালি।
দেখো দিকি কাণ্ড!
আবার অগ্নিবীণা!
ধুর ছাই!!
ভেবে আর কূল পাই ?
পিত্তি জ্বলে কইতে নারি
আমার হৃদয়হীনা।
বহুবার চেয়ে ব্যর্থ হয়েছি
বাজাতে বাঁশের বাঁশি,
বরশি আধার করেও কত
সেজেছি চণ্ডীদাসী।
গল্প ফাঁদার চেষ্টা করেছি
শুধু শুধু বারমাসি।
ঠাকুর ঘরে ধূপ জ্বেলে ধ্যানে
তোমায় চেয়েছি কত,
একপা এগিয়ে দু’পা পিছিয়ে
সরীসৃপের মত।
গলেনি তোমার মন
দৃকপাত যদি করবে তবে
কবিতা হতো এমন ?