লিখেছ আমার
নামটি কোথাও হয়তো মনের ভুলে,
চোখ পড়েনাই
রোজনামচার শেষের পাতার ঢালে !
প্রতিনিয়ত
হাজার জনে আলাপনে ডেকে যায়,
স্মৃতিবোতামের
বক্ষে সে নাম আনমনে থেকে যায়।
হাতের মুঠোয়
বিশ্ব পুরেছি, মনের চাইতে জুড়ে
তোমায় খুঁজেছি
এর বুক ছুয়ে মর্তের চেয়ে দূরে।
সারা রাতদিন
ডুবে রয়েছি অসাড় নয়ন মেলি,
আয়নানথি
আবেগে সমানে পইপই খুঁজে চলি।
তড়িৎলিপি
ছুটে চলে তার নির্ভুল নিশানায়,
পাতিবিনা প্রিয়া
সাড়া চাই আমি নিদারুন পিয়াসায়।
আশা ভরা বুকে
আকাশজালে আড়ি পেতে পড়ে রই,
রেখেছি কথার
ফুলঝুরি বলে উপহার দেব সই।
হয়না এমন
হঠাৎ ঝনাৎ বেজে উঠে এই যন্ত্র,
আর তখনই
ঝটকাতে ফিট আবেশে মুগ্ধ↩মন্ত্র !
---------
স্মৃতিবোতাম > Memory card
আয়নানথি > Facebook
তড়িৎলিপি > E-mail
পাতি > Address
আকাশজাল > Network