ভাইটি আমার বেলা যে যায়
এবার তবে চলি,
যাবার আগে একটি কথা
তোমায় আমি বলি।

চিনেছি তায় আমি এবার
খবরটি যার চাও,
হারাল পারের মেয়ে বধু’খন
দূরের কোন গাঁও।

রাজার কুমার এসে তারে
নিয়ে গেছে শেষে,
গজমতির রথে চেপে
নীল পরীদের দেশে।

চেয়ে চেয়ে পথের পানে
শুকায় হারাল নদী,
চর পড়েছে ধান পেকেছে
ফিরতে তখন যদি!

যাবার বেলা সেকি রোদন
বলল সখীর কাছে,
জানিয়ে দিও খবর তারে
কভু যদি আসে।

ইচ্ছেছিল তোমার সাথে
হয়তো হবে দেখা,
এ কপালে ভাগ্যলিপি
অন্যভাবে লেখা।

মাঝি গেলো সন্ধ্যা হলো
গেলো কেটে ভোর,
দিন গেলো মাস ঘুরে এলো
কাটলো ক’বছর।

ঘাটের জোয়ার ভাটার টানে
পথেই থাকে পড়ে,
ঝাপশা হয়ে আসে নয়ন  
সে ফিরে না ঘরে।